আজকাল ওয়েবডেস্ক: একাধিক বার বারণ করা সত্ত্বেও, কুমিরের কাছে গিয়েছিলেন এক  ব্যক্তি । আবার তিনি  কুমিরের লেজ ধরেও টেনেছিলেন।তাতেই সর্বনাশা কাণ্ড। কুমিরটি বেজায় চটে গিয়ে, ওই ব্যক্তির হাতে বসিয়ে দিল সজোরে কামড়।

সম্প্রতি এমনই একটি  দৃশ্যের ভিডিও দেখা  গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুমির দিব্যি শুয়ে ছিল কাদা জলে। সেইসময় আচমাকাই  এক ব্যক্তি এসে কুমিরটির  লেজ ধরে টানে। এখানেই শেষ নয়, কুমিরটিকে   আরও বিরক্ত  করতে তার  পিঠে হাত  দেয়  ওই ব্যক্তি। তাতেই যেন নিজের বিপদ নিজেই ডেকে আনেন ওই ব্যক্তি। সুযোগ বুঝে কুমিরটিও তার ঘাড় ঘুরিয়ে  ওই ব্যক্তির বাম হাতে তীক্ষ্ণ দাঁতের কামড় বসায়। ওইমুহূর্তেই ভিডিওটি থেকে ওই ব্যক্তির আর্তনাদের শব্দ  শোনা যায়। 
ভিডিওর ক্যাপশনে ওই ব্যক্তির পরিচয় তুলে ধরে ঘটনার  বিবরণে লেখা রয়েছে, বছর ৪১ এর পলাশ নামের ওই ব্যক্তি একজন বর্ডার সিকিউরিটি গার্ড। সঙ্গে আরও লেখা রয়েছে, ১০ ফুট সুবিশাল আকারের কুমিরের কাছে  যেতে তাঁকে  বারবার  নিষেধ করা হয়েছিল। বারণ উপেক্ষা করে তিনি কুমির কাছে যান এবং এই কাণ্ড ঘটান। কুমিরের কাছে কামড় খাওয়ার পর পলাশ নিজেই হেঁটে হাসপাতালে পৌঁছন। রক্ত ক্ষরণ বন্ধ করতে ডাক্তাররা তাঁর হাতে কয়েক ডজন সেলাই করেন। আপাতত তিনি সুস্থ বলেই খবর।